kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

সংক্ষিপ্ত

দাবানলে পুড়েছে তিন লাখ একর এলাকা

কালের কণ্ঠ ডেস্ক   

২০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে দাবানলে তিন লাখ একর জমি পুড়েছে। গতকাল সোমবার সকালের হিসাব অনুযায়ী, ৬ জুলাই থেকে শুরু হওয়া এ দাবানলে এ পর্যন্ত তিন লাখ তিন হাজার ৭৯১ একর এলাকা পুড়েছে। যুক্তরাষ্ট্রের দাবানলের তথ্যসংক্রান্ত প্রতিষ্ঠান ইনকিওয়েব এ তথ্য তুলে ধরে। এক প্রতিবেদনে জানা যায়, এ আগুন যুক্তরাষ্ট্রের ক্লামাথ জলপ্রপাতের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় শুরু হয়। পরে তা পূর্বদিকে ছড়াতে শুরু করে। এর ফলে পাঁচ হাজার ভবন হুমকির মুখে পড়ে। এর আগে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডাব্লিউএস) ক্লামাথ বেসিন ও ফ্রেমন্ট-উইনেমা ন্যাশনাল ফরেস্টের উদ্দেশে একটি ‘রেড ফ্ল্যাগ’ সতর্কতা জারি করে। গুরুতর দাবানলের আবহাওয়া পরিস্থিতি তৈরি হলে বা খারাপ আবহাওয়ার কারণে দাবানলের আশঙ্কা থাকলে এ ধরনের সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টার এজেন্সি ফায়ার সেন্টারের (এনআইএফসি) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ১৩টি রাজ্যে বর্তমানে ৮০টি দাবানল সক্রিয় রয়েছে। এ দাবানলে ১১ লাখ একরেরও বেশি এলাকা পুড়ছে। এর মধ্যে মন্টানা রাজ্যে সবচেয়ে বেশি দাবানলের ঘটনা ঘটেছে। এ রাজ্যে ১৮টি দাবানল সক্রিয় আছে। ১৭টি সক্রিয় দাবানলের সংখ্যা নিয়ে এর পরের অবস্থানে রয়েছে আইডাহো অঙ্গরাজ্য। গত রবিবারেও দেখা গেছে, অরেগন অঙ্গরাজ্যের সবচেয়ে শুষ্ক এলাকাগুলোতে এ দাবানল দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। পশ্চিমের এ অঙ্গরাজ্য এরই মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ডজনখানেক ঘটনা প্রত্যক্ষ করেছে। সামনের দিনগুলোতে আরো খারাপ অবস্থা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাতে ওই এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে বিধ্বংসী এ দাবানল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরের ৪৭৬ বর্গমাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় ৭০টি দাবানলের মধ্যে এটি একটি। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য গার্ডিয়ান।সাতদিনের সেরা