kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

ক্রমেই ‘বর্ণবাদী’ হচ্ছে ফ্রান্সের সমাজব্যবস্থা

কালের কণ্ঠ ডেস্ক   

২ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রমেই ‘বর্ণবাদী’ হচ্ছে ফ্রান্সের সমাজব্যবস্থা

ফ্রান্সের সমাজব্যবস্থা ক্রমেই বর্ণবাদী হয়ে উঠছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর একটি সাক্ষাৎকারে এ ব্যাপারে তাঁর উদ্বেগের কথা উঠে এসেছে। ‘এল্লে’ নামের একটি সাময়িকীতে ম্যাখোঁ সম্প্রতি এই সাক্ষাৎকার দেন। তিনি এ সময় বর্ণ ও পরিচয়ভিত্তিক রাজনীতি নিয়ে তাঁর অবস্থান তুলে ধরেন। প্যারিসে গত বুধবার থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে লৈঙ্গিক অসমতাবিরোধী সম্মেলন শুরু হয়েছে। সেখানে তিনি নারীর প্রতি পারিবারিক সহিংসতা দূরীকরণ এবং স্বাস্থ্যগত সমস্যা নির্মূলের ওপর বক্তব্য দেন। এর পরই এ সাক্ষাৎকার সামনে এলো। যুুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার পর গত বছর ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন সারা বিশ্বে ঝড় তোলে। ম্যাখোঁ বলেন, ‘সামাজিক সমস্যাগুলো সব সময় লিঙ্গ ও গায়ের রং দ্বারা নির্ধারিত হয় না বরং সামাজিক অসমতাও সেখানে ভূমিকা রাখে।’ গয়ের রং ও লৈঙ্গিক পরিচয়ের ওপর ভিত্তি করে তৈরি হওয়া সামাজিক আন্দোলন নিয়ে তাঁর দ্বিমতের কথা জানান। ম্যাখোঁর জন্মস্থান অ্যামিয়েন্স এবং দেশের উত্তরাঞ্চলের এক শহরে শ্বেতাঙ্গ তরুণ-তরুণীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারাও নানা কারণে নান রকম সমস্যার মধ্যে রয়েছে। ফ্রান্সের তরুণদের একটি অংশকে মধ্যপ্রাচ্যে ও আফ্রিকায় নিজ দেশের ঔপনিবেশিক শাসনের সমালোচনায় সরব হতে দেখা যায়। সূত্র : এএফপি।সাতদিনের সেরা