kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

টিকা না নিলে জেলে পুরবেন দুতার্তে

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিকা না নিলে জেলে পুরবেন দুতার্তে

কভিড-১৯ টিকা না নিলে ফিলিপাইনের নাগরিকদের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। গত সোমবার দেশটিতে অতিমারি টাস্কফোর্সের এক বৈঠকে এমন হুঁশিয়ারি দেন ফিলিপাইনের প্রেসিডেন্ট। বৈঠকে দুতার্তে নাগরিকদের উদ্দেশে বলেন, ‘যদি টিকা নিতে না চান, আপনাদের আমি গ্রেপ্তার করব। তারপর কারাগারেই ইনজেকশন দেব।’ দেশটির নাগরিকরা টিকা না নিতে চাইলে তাদের টিকাদানে পশুর চিকিৎসায় ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহারেরও হুমকি দেন দুতার্তে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে টিকা নিতে অনিচ্ছুক ব্যক্তিদের তালিকা তৈরি করার নির্দেশ দেন তিনি। দুতার্তের এমন বক্তব্যে বিরক্ত দেশটির সমালোচকরা। টিকা না নিলে গ্রেপ্তার করার কোনো আইন ফিলিপাইনে আদৌ রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকে আবার মনে করছেন, টিকা নিতে অনিচ্ছুকদের মধ্যে পরিবর্তন আনতেই হয়তো প্রেসিডেন্ট এমন ভয় দেখিয়েছেন। ফিলিপাইনের নাগরিকদের বর্তমানে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেওয়া হচ্ছে। ফিলিপাইনের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, দেশটির প্রতি ১০ জনের মধ্যে মাত্র তিনজন টিকা নিতে আগ্রহী। সূত্র : আনন্দবাজার পত্রিকা।সাতদিনের সেরা