kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

সংক্ষিপ্ত

সুইডেনে প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা

স্ক্যান্ডিনেভিয়া প্রতিনিধি   

২২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুইডেনে প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেনের প্রতি অনাস্থা জানিয়েছে দেশটির পার্লামেন্ট। গত সোমবার এক ভোটাভুটিতে এই অনাস্থা প্রস্তাব পাস হয়। পার্লামেন্টের ৩৪৯ সদস্যের মধ্যে লফভেনের বিরুদ্ধে ভোট দেন ১৮১ জন। পক্ষে ভোট পড়ে ১০৯টি। ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ৫১ জন। অনুপস্থিত ছিলেন আটজন।

গণতান্ত্রিক সুইডেনের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা জানানো হলো। এই পরিস্থিতিকে সুইডেনের বিশেষজ্ঞ এবং পর্যবেক্ষকরা ‘গভীর সংকট’ হিসেবে অভিহিত করছেন। ক্ষমতাসীন জোটের অন্যতম বাম দল (ভেন্সের পার্টি) প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটের আয়োজন করে। হিটলারের নািস আদর্শের অনুসারী উগ্র ডানপন্থী দল সুইডেন ডেমোক্র্যাট বাম দলের পক্ষে গিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট দেয়। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী লফভেনের হাতে মাত্র এক সপ্তাহ সময় আছে এবং এই সময়ের মধ্যে তিনি যদি আবারও সংখ্যাগরিষ্ঠ সমর্থন আদায় করতে পারেন, তাহলে আগামী ২৮ জুন ফের ভোটাভুটির মাধ্যমে তাঁকে প্রধানমন্ত্রী হতে হবে। আর যদি তিনি সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হন, তাহলে পার্লামেন্টের স্পিকার বিরোধী দলকে সরকার গঠনের জন্য আহবান জানাবেন।সাতদিনের সেরা