kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

আফগান সীমান্তে বেড়ার কাজ জুনেই সারবে পাকিস্তান

কালের কণ্ঠ ডেস্ক   

২১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআফগানিস্তান সীমান্তে নির্মাণাধীন বেড়ার কাজ চলতি মাসেই শেষ করার কথা ভাবছে পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ গত শনিবার এ কথা জানান।

আগামী সেপ্টেম্বরের মধ্যে সব ন্যাটো সেনা আফগানিস্তান ছাড়বে। পাকিস্তান মনে করছে, ন্যাটো সেনা প্রত্যাহারের ফলে আফগানিস্তানে সংঘাত বাড়বে। শেখ রশিদ আহমেদ জানান, সে কারণে আগামী দুই-তিন মাস তাঁদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘বর্তমানে আফগানিস্তানের কমপক্ষে ৩৮টি অঞ্চলে সংঘাত চলছে।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যেই সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হবে। ধারণা করা হয়েছিল, আফগানিস্তানের মাটি থেকে বিদেশি সেনারা চলে গেলে দেশটিতে শান্তি আসবে। কিন্তু সংঘাত তো কমেইনি, বরং অনেক ক্ষেত্রে তা বেড়েছে। আফগানিস্তানের ক্রমবর্ধমান সহিংসতার প্রভাব পাকিস্তানেও পড়তে পারে, সেই উদ্বেগ থেকে সীমানায় বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার কথা ভাবছে ইসলামাবাদ।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।