kalerkantho

শুক্রবার । ৮ শ্রাবণ ১৪২৮। ২৩ জুলাই ২০২১। ১২ জিলহজ ১৪৪২

বাইডেনের মানসিক স্বাস্থ্য পরীক্ষার আহবান

কালের কণ্ঠ ডেস্ক   

২০ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাইডেনের মানসিক স্বাস্থ্য পরীক্ষার আহবান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে ফলাফল প্রকাশের আহবান  জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে হোয়াইট হাউসে দায়িত্ব পালন করা চিকিৎসক ও প্রতিনিধি পরিষদের ১৩ জন রিপাবলিকান সদস্য। বৃহস্পতিবার এক চিঠিতে এই আহবান  জানানো হয়। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন টেক্সাস থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য রনি জ্যাকসন। রনি জ্যাকসন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ, বারাক ওবামা ও ট্রাম্পের শাসনামলে হোয়াইট হাউসের চিকিৎসক হিসেবে কাজ করেছেন। ২০১৮ সালে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে তাঁর বার্ষিক প্রতিবেদন অনেকের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছিল। তিনি ট্রাম্পকে সম্পূর্ণ স্বাভাবিক বলে উল্লেখ করেছিলেন। জ্যাকসন ও রিপাবলিকান সদস্যরা লিখেছেন, ‘আমরা মনে করি, বয়স, লিঙ্গ ও দল নির্বিশেষে সব প্রেসিডেন্টের উচিত ট্রাম্পের দেখানো পথ অনুসরণ করা। এর মধ্য দিয়ে তাঁদের মানসিক স্বাস্থ্য সম্পূর্ণ স্বাভাবিক থাকার বিষয়টি লিপিবদ্ধ করা।’ ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের মানসিক সুস্থতা নিয়ে ব্যাপক প্রচার চালিয়েছিল ট্রাম্পশিবির। বিজ্ঞাপন ও নির্বাচনী সমাবেশে ট্রাম্প দাবি করেন, বাইডেন মানসিকভাবে প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন। ৭৮ বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডন্ট। তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত অনলাইনে ভুল তথ্য ছড়ায়। এই চিঠির বিষয়ে হোয়াইট হাউসের মন্তব্য জানা যায়নি। তবে বাইডেন নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে আশঙ্কা সব সময়ই উড়িয়ে দিয়েছেন। সূত্র : ইউএসএ টুডে।সাতদিনের সেরা