kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

পুতিনকে সানগ্লাস উপহার দিলেন বাইডেন

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপুতিনকে সানগ্লাস উপহার দিলেন বাইডেন

সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম সাক্ষাতে তাঁকে একটি সানগ্লাস উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিমানচালকদের জন্য বিশেষভাবে তৈরি র‌্যান্ডলফ কম্পানির সানগ্লাস মার্কিন প্রেসিডেন্টের বিশেষ পছন্দের। সে রকম একটি সানগ্লাসই তিনি উপহার দিয়েছেন পুতিনকে। র‌্যান্ডলফের প্রকৌশল বিভাগের প্রধান পিটার ওয়াসকিউইজ কূটনৈতিক উপহার হিসেবে বাইডেন তাঁদের কম্পানির পণ্য বেছে নেওয়ায় অভিভূত হয়েছেন। তিনি এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘রাত ১২টার আগ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান আর অন্যান্য দিনের মতোই চলছিল, কিন্তু রাত ১২টার পর থেকে আমাদের প্রতিষ্ঠানে একের পর এক ফোন আসতে শুরু করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নিয়ে শোরগোল পড়ে যায়। পরক্ষণে বুঝতে পারি ঘটনা কী ঘটেছে! এ ঘটনা সত্যিই অসাধারণ এবং এমন সুযোগ সচরাচর খুব বেশি পাওয়া যায় না।’ তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত, আমেরিকার জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবেই এ সানগ্লাস তিনি প্রেসিডেন্ট পুতিনকে উপহার দিয়েছেন।’ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে যে সানগ্লাসটি উপহার দেওয়া হয়েছে মূলত সে ধরনের চশমাগুলো সামরিক বাহিনীর সদস্যরা পরে থাকেন। র‌্যান্ডলফ কম্পানিটির সঙ্গে মার্কিন সশস্ত্র বাহিনীর ১৯৭৮ সাল থেকে চুক্তি রয়েছে। চুক্তি অনুসারে, প্রতি মাসে র‌্যান্ডলফ থেকে বাহিনীর জন্য ২৫ হাজার চশমা কেনা হয়।

সূত্র : এএফপি।