kalerkantho

সোমবার । ১৮ শ্রাবণ ১৪২৮। ২ আগস্ট ২০২১। ২২ জিলহজ ১৪৪২

ইসরায়েলি হামলা

গুলিতে আহত ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে আহত ফিলিস্তিনি কিশোর মারা গেছে। গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ১৫ বছর বয়সী আহমেদ শামসার মৃত্যুর খবর নিশ্চিত করে।

গত বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদি বসতির কাছে একদল ফিলিস্তিনিকে এগিয়ে আসতে দেখে এবং তাদের একজন সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ছোড়ে। সেটি সেনাদের কাছাকাছি এসে বিস্ফোরিত হয়। পরে সেনারা ফাঁকা গুলি ছোড়ে এবং বিস্ফোরক ছুড়ে মারা কিশোরকে লক্ষ্য করেও গুলি চালায়। আহত ওই কিশোর গতকাল মারা যায়।

জেরুজালেমে কট্টরপন্থী ইহুদিদের মঙ্গলবারের পতাকা মিছিলকে কেন্দ্র বেশ উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। ফিলিস্তিনিরা গত বুধবার নানাভাবে ক্ষোভ দেখাতে থাকে। বিক্ষুব্ধদের ওপর ইসরায়েলি সেনাদের ধরপাকড়ের পাশাপাশি গাজায় বিমান হামলার ঘটনাও ঘটে। সেদিনই কিশোর আহমেদ ইসরায়েলি সেনার গুলিতে আহত হয়ে পরদিন মারা যায়। গত বুধবার এক ফিলিস্তিনি নারীও ইসরায়েলি সেনার গুলিতে নিহত হন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।সাতদিনের সেরা