kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

ঝকঝকে পাথর

১৬ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝকঝকে পাথর

দক্ষিণ আফ্রিকার কাওলাথি গ্রামের মাটিতে গত সপ্তাহে কিছু ঝকঝকে পাথর খুঁজে পায় এক রাখাল। সেই খবর দ্রুত ছড়িয়ে পড়লে দলে দলে মানুষ সেখানে ছুটতে থাকে হীরা পাওয়ার আশায়। চলছে অবিরত খোঁড়াখুঁড়ি, শুরু হয়ে গেছে হীরাসদৃশ সেই সব পাথরের বিক্রিবাট্টাও। গতকালও চলে খোঁড়াখুঁড়ি। অথচ মাটি খুঁড়ে পাওয়া পাথরগুলো হীরা কি না, তা এখনো নিশ্চিত করেননি কোনো বিশেষজ্ঞ কিংবা দেশটির সরকার। ছবি : এএফপি