kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

এক যুগে সর্বনিম্ন প্লাস্টিক উৎপাদন

কালের কণ্ঠ ডেস্ক   

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনাভাইরাস মহামারি অন্য বহু খাতের মতো প্লাস্টিক খাতেও প্রভাব ফেলেছে। প্লাস্টিক উৎপাদনের পরিমাণ গত এক যুগের মধ্যে ২০২০ সালে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয়বারের মতো প্লাস্টিক উৎপাদন এতটা কমেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৭৩ সালে তেলসংকট দেখা দিলে প্রথমবারের মতো প্লাস্টিক উৎপাদন কমে যায়। এরপর ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো অর্থনৈতিক মন্দার কবলে পড়ে আরেক দফা প্লাস্টিক উৎপাদনে ঘাটতি দেখা দেয়।

শিল্পভিত্তিক সংস্থা প্লাস্টিক ইউরোপের হিসাবে, ২০১৯ সালে বিশ্বব্যাপী প্লাস্টিক উৎপাদন হয়েছে ৩৬ কোটি ৮০ লাখ টন। সেখানে ২০২০ সালে প্লাস্টিক উৎপাদন হয়েছে ৩৬ কোটি ৭০ লাখ টন। অর্থাৎ এক বছরে প্লাস্টিক উৎপাদন হ্রাস পেয়েছে ০.৩ শতাংশ। প্লাস্টিক ইউরোপ এক বিবৃতিতে জানিয়েছে, মহামারির কারণে বৈশ্বিক মন্দার প্রভাব প্লাস্টিক উৎপাদনেও পড়েছে। সংস্থাটি আরো জানিয়েছে, বিশ্বব্যাপী উৎপাদন কমলেও প্লাস্টিক উৎপাদনে তৃতীয় অবস্থানে থাকা চীনে অন্যদের তুলনায় এ হার আরো ১ শতাংশ বেড়েছে। এদিকে ইউরোপে ৫.১ শতাংশ কমে পাঁচ কোটি ৫০ লাখ টন প্লাস্টিক উৎপাদন হয়েছে। ইউরোপে অটোমোবাইল খাতে সবচেয়ে বেশি প্লাস্টিক ব্যবহার করা হয়। সেখানেও গত বছর প্লাস্টিকের ব্যবহার ১৮ শতাংশ কমে গেছে। সূত্র : এএফপি।