kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

বাইডেনের ‘অসাধারণ দিন’

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাইডেনের ‘অসাধারণ দিন’

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা যাঁরা নিয়েছেন, ঘরে-বাইরে বেশির ভাগ জায়গায় তাঁদের মাস্ক ছাড়া থাকার অনুমতি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন গত বৃহস্পতিবার এই নির্দেশনা ঘোষণা করেন। এই ঘোষণার পর প্রেসিডেন্ট হোয়াইট হাউসের ওভাল অফিসে রিপাবলিকান পার্টির আইন প্রণেতাদের সঙ্গে নিয়ে নিজের মুখ থেকে মাস্ক খুলে ফেলেন। বাইডেন এ সময় বলেন, আমেরিকার জন্য আজ অসাধারণ এক দিন।

যুক্তরাষ্ট্রে করোনা স্বাস্থ্যবিধি সংক্রান্ত নতুন নির্দেশনায় বেশির ভাগ জায়গায় ঘরের ভেতরে বা বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। তবে বাস, উড়োজাহাজ ও হাসপাতালের মতো আবদ্ধ জায়গায় ভিড়ের মধ্যে মাস্ক পরার বাধ্যবাধকতা বজায় থাকছে।

পুরোপুরি টিকা নেওয়া হয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে করোনা স্বাস্থ্যবিধি শিথিল করার জন্য বাইডেন প্রশাসনের ওপর চাপ ছিল। যুক্তরাষ্ট্রে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সব স্কুল খুলে দেওয়ার দাবিও উঠেছে। সামনের হেমন্তে দেশের সব স্কুল পুরোপুরি চালু করার আহ্বান জানিয়েছে আমেরিকান ফেডারেশন অব টিচারস লেবার ইউনিয়ন। সূত্র : রয়টার্স।