kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

সংক্ষিপ্ত

কয়েক দশকের মধ্যে জন্মহার সর্বনিম্ন

চীনের জনসংখ্যা

কালের কণ্ঠ ডেস্ক   

১২ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এতে সামনের দিনগুলোয় দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে এক ভয়াবহ সংকটের মুখোমুখি হতে যাচ্ছে চীন। দেশটির সর্বশেষ আদমশুমারির হিসাবে গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়। শুমারি অনুযায়ী, ১৯৬০ সালের পর থেকে শুরু করে এ বছর পর্যন্ত চীনে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে। বর্তমানে এ হার মাত্র ৫.৪ শতাংশ। এর কারণ হিসেবে বলা হচ্ছে জন্মহার কমে যাওয়া এবং কর্মক্ষম জনসংখ্যার হার দ্রুত নেমে যাওয়া। চীন এক দশক ধরে ‘এক সন্তান’ নীতি চালু রাখার পর ২০১৬ সালে তা পরিবর্তন করে। সে সময় দম্পতিদের দুই সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয়। দেশটির কর্মক্ষম লোকের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় এ অনুমতি দেওয়া হয়। তবু দেশটির বয়স্ক জনগোষ্ঠী বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আশানুরূপ হারে জনসংখ্যা বাড়েনি। সাম্প্রতিক বছরগুলোয় চীনে বিয়ের হার অনেক কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে জন্মহারের ওপর। এর সঙ্গে রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, নারীদের দেরিতে সন্তান নেওয়া বা নারীদের বর্ধিত ক্ষমতায়নের কারণে সন্তান নেওয়ায় অনীহা। নিং জিঝে জানান, করোনা মহামারি জন্মহার আরো কমিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘প্রাত্যহিক জীবনের প্রতিটি দিনই অনিশ্চিত করে তুলেছে কভিড-১৯।  সূত্র : এএফপি।