kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

যুক্তরাষ্ট্রে স্কুলে ফিরছে শিক্ষার্থীরা ফিরছে আগ্নেয়াস্ত্রও

কালের কণ্ঠ ডেস্ক   

৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনা মহামারির কারণে বিশ্বজুড়ে শিক্ষার্থীরা এক বছরের বেশি সময় ধরে ঘরে বসে থাকতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রেও এর ব্যতিক্রম হয়নি। মহামারি পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র এখন একটু একটু করে স্কুলগুলো খুলে দিতে শুরু করেছে, কিন্তু শিক্ষার্থীদের হাতে আগ্নেয়াস্ত্র পরিস্থিতিকে ঘোলাটে করে তুলেছে। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে ইডাহো অঙ্গরাজ্যের রিগবি মিডল স্কুলেই ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। গত বৃহস্পতিবার স্কুল খোলার পর ক্লাস চলাকালে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ব্যাগ থেকে হঠাৎ বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়। পরে তার কাছ থেকে এক শিক্ষক বন্দুক কেড়ে নিতে সক্ষম হন। এ ঘটনায় তদন্ত করছে এফবিআই ও স্থানীয় পুলিশ। সাম্প্রতিক সপ্তাহগুলোয় এমন কয়েকটি বন্দুক হামলার মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সকালে সাউথ ক্যারোলাইনার ফোর্ট জ্যাকসনে শিক্ষার্থী ভর্তি একটি স্কুলবাস ছিনতাইয়ের ঘটনা ঘটে। এক বন্দুকধারী শিক্ষানবিশ সেনা ওই স্কুলবাস ছিনতাই করে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া নিউ মেক্সিকোর আলবুখার্খের এক মাধ্যমিক স্কুলে এক শিক্ষার্থীর হাতে বন্দুক দেখেছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেন এক শিক্ষক। পরে দেখা যায়, তা আসলে মোবাইল ফোন ছিল। সাউথ ক্যারোলাইনার আরেক স্কুলশিক্ষার্থীকে স্কুলে আগ্নেয়াস্ত্র আনার অপরাধে আটক করেছে পুলিশ। এর আগের দিন অ্যালাবামার দক্ষিণ রাজ্যে দুটি বন্দুক, একটি ছুরিসহ আটক করা হয় এক শিক্ষার্থীকে। সূত্র : এএফপি।সাতদিনের সেরা