kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

নাশিদের ওপর হামলার তদন্তে অস্ট্রেলীয় পুলিশ

কালের কণ্ঠ ডেস্ক   

৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনাশিদের ওপর হামলার তদন্তে অস্ট্রেলীয় পুলিশ

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সলিহ জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ও পার্লামেন্টের বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদের ওপর বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলার তদন্তে সহায়তা করবে অস্ট্রেলীয় পুলিশ। নাশিদের ওপর হমলাকে গণতন্ত্রের ওপর আক্রমণ বলেও অভিহিত করেন প্রেসিডেন্ট সলিহ। এদিকে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশও জানিয়েছে, তাদের সদস্যরা এই ঘটনার তদন্তে নিয়োজিত থাকবেন। মোহাম্মদ নাশিদের ওপর হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে নাশিদের দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) অভিযোগ, ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে দেশের অভ্যন্তরের বিরোধীরা নাশিদের দুর্নীতিবিরোধী অবস্থান নস্যাৎ করতে এই হামলা চালিয়েছে। মালদ্বীপে ইসলামপন্থী সন্ত্রাসী তৎপরতার নজির অবশ্য হাতে গোনা। ২০০৭ সালে বিদেশি পর্যটকদের লক্ষ্য করে রাজধানী মালেতে একবার হামলা হয়েছিল। সে সময় বেশ কয়েকজন পর্যটক আহত হন। গত বছর একটি হামলা হয়েছিল। ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করলেও এর সপক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। ৫৩ বছর বয়সী নাশিদ মালদ্বীপের রাজনীতিতে বেশ আগে থেকেই আলোচিত। তিনি ২০০৮ সালে  দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন। সেনা হস্তক্ষেপে ২০১২ সালে ক্ষমতা থেকে সরে যেতে হয় তাঁকে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এএফপি।সাতদিনের সেরা