kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

বোমা হামলায় নাশিদ আহত

কালের কণ্ঠ ডেস্ক   

৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমালদ্বীপের স্পিকার ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বোমা হামলায় আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানী মালেতে নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে নাশিদের এক দেহরক্ষীও আহত হয়েছেন। নাশিদের মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, স্পিকার তাঁর গাড়িতে ওঠার সময় হামলার শিকার হন। সূত্র : আলজাজিরা।সাতদিনের সেরা