kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি যুক্তরাষ্ট্র’

কালের কণ্ঠ ডেস্ক   

৬ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বে গণতন্ত্রের জন্য চীন ও রাশিয়ার চেয়েও বড় হুমকি যুক্তরাষ্ট্র। ৫৩ দেশে ৫০ হাজার মানুষের ওপর চালানো জরিপের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে অ্যালায়েন্স অব ডেমোক্রেসি শীর্ষক সংস্থা। গণতান্ত্রিকভাবে শক্তিশালী ও অপেক্ষাকৃত দুর্বল, উভয় ধরনের দেশেই এ জরিপ চালানো হয়।

জরিপে অংশগ্রহণকারীদের ৪৪ শতাংশ মনে করে, তাদের নিজ নিজ দেশের গণতন্ত্রের জন্য যুক্তরাষ্ট্র হুমকি। ৩৮ শতাংশ মানুষ মনে করে, চীন তাদের গণতন্ত্রের জন্য হুমকি। রাশিয়াকে হুমকি মনে করে ২৮ শতাংশ মানুষ।

বিশ্লেষকরা মনে করছেন, এই জরিপ প্রতিবেদনের ফলে নিজেকে গণতন্ত্রের রক্ষক দাবি করা যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে।

জরিপে আরো দেখা গেছে, ৭০ শতাংশ মানুষ মনে করে, করোনাভাইরাস মোকাবেলায় গত বছর নিজ নিজ সরকারের ভূমিকা প্রশংসনীয়। তবে এক বছর পরই এই সন্তুষ্টির হার কমেছে, যদিও এশিয়ার সরকারগুলোর প্রতি সন্তুষ্টির হার ৭৬ শতাংশ।

সূত্র : দ্য গার্ডিয়ান।সাতদিনের সেরা