kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন

বিক্ষিপ্ত অশান্তি, সন্ধ্যা পর্যন্ত ৭৯.০৮% ভোট

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আট দফার ষষ্ঠ দফা ভোট নেওয়া হয় গতকাল বৃহস্পতিবার। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অস্থিতিশীলতার মধ্যেই গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রায় ৮০ শতাংশ ভোট পড়ে।

গতকাল সন্ধ্যা পর্যন্ত কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোনো বড় সহিংসতার খবর পাওয়া যায়নি। এর মধ্যে যেসব ঘটনা স্থানীয় সংবাদমাধ্যমে বেশি গুরুত্ব পেয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো কেতুগ্রামে একটি বুথের কাছে বোমাবাজির ঘটনা। এ ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। এ ছাড়া গলসির সুজাপুর গ্রামে গতকাল সকাল থেকেই দফায় দফায় বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সুজাপুর গ্রামবাসীদের একাংশ নিরাপত্তার অভাবে ভোট বয়কট করে বিক্ষোভও দেখিয়েছে। বোমাবাজির অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূল।

গতকাল ভোট নেওয়া হয় উত্তর দিনাজপুর, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলার মোট ৪৩ আসনে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৭৯.০৮ শতাংশ। এর মধ্যে উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট পড়েছে ৭৭.৯০ শতাংশ, নদীয়ার ৯টি আসনে ভোট পড়েছে ৮২.৭০ শতাংশ, উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে ভোট পড়েছে ৭৬.১৯ শতাংশ এবং পূর্ব বর্ধমানের আটটি আসনে ৮২.১৩ শতাংশ।

গত ২৭ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুরু হয়। ভারতজুড়ে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই শুরু হয় এই নির্বাচনের ভোটগ্রহণ। আগামী ২৯ এপ্রিল অষ্টম দফার মধ্য দিয়ে ভোটগ্রহণ পর্ব শেষ হতে চলেছে। ভোটগণনার মাধ্যমে নির্বাচনী ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে আগামী ২ মে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।সাতদিনের সেরা