kalerkantho

বুধবার । ৫ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৯ মে ২০২১। ৬ শাওয়াল ১৪৪

করোনায় আক্রান্ত রাহুল গান্ধী

কালের কণ্ঠ ডেস্ক   

২১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আক্রান্ত রাহুল গান্ধী

করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটারে তিনি জানিয়েছেন, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

লোকসভার এই সদস্য টুইটারে জানান, কয়েক দিন ধরেই সামান্য উপসর্গ ছিল তাঁর। পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে। তিনি অনুরোধ করেছেন, গত কয়েক দিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন সব রকম সুরক্ষাবিধি মেনে চলেন।

গতকাল মঙ্গলবার টুইটারে নিজের করোনা পজিটিভ হওয়ার খবর দেওয়ার কয়েক ঘণ্টা আগেই অবশ্য কেন্দ্রীয় সরকারকে করোনা প্রতিষেধক নিয়ে আক্রমণ করেন লোকসভার এই সদস্য। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য বিনা মূল্যে টিকা নেওয়ার সুবিধা নেই কেন, তা নিয়ে প্রশ্ন তুলে টুইটারে রাহুল লেখেন, কম বয়সীদের প্রতি এমন বিমাতাসুলভ আচরণ কেন করছে কেন্দ্র!

বয়স ৫০ পেরোলেও কংগ্রেসের এই নেতা এখনো করোনা প্রতিষেধকের একটিও ডোজ নেননি বলেই সূত্রের খবর। সূত্র : আনন্দবাজার পত্রিকা।সাতদিনের সেরা