kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২

নিজের অঙ্গীকারে ফিরলেন বাইডেন

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনিজের অঙ্গীকারে ফিরলেন বাইডেন

শরণার্থী ইস্যুতে নিজের অবস্থানে অটল থাকার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে বছরে ১৫ হাজারের বেশি শরণার্থী আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। চাপের মুখে গত শুক্রবার বাইডেন নিজের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে শরণার্থীদের আশ্রয় দেওয়ার সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন। পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া বছরে সর্বোচ্চ ১৫ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়ার নিয়মই বাইডেন মেনে চলবেন বলে এক বিবৃতিতে জানায় হোয়াইট হাউস। ওই বিবৃতির ২৪ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট বাইডেন আগের অবস্থানে ফেরার কথা জানান। গত শনিবার ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন শহর ত্যাগের আগে বাইডেন বলেন, বছরে ১৫ হাজার শরণার্থী গ্রহণের সর্বোচ্চ সীমা বাতিল করা হবে। ট্রাম্প ক্ষমতায় থাকাকালে এক নির্দেশনায় যুক্তরাষ্ট্রে বছরে সর্বোচ্চ ১৫ হাজার শরণার্থী গ্রহণের সীমা নির্ধারণ করেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে নেমে বাইডেন এই সীমা উঠিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তবে প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রে শরণার্থী গ্রহণের বার্ষিক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য জটিল হয়ে ওঠে। এর মধ্যে গত শুক্রবার বাইডেন হঠাৎ ঘোষণা দেন, চলতি বছরেও যুক্তরাষ্ট্রে শরণার্থী গ্রহণ ১৫ হাজারে সীমাবদ্ধ থাকবে। তাঁর এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপর বাইডেন সিদ্ধান্ত পাল্টানোর কথা জানান। সূত্র : রয়টার্স।সাতদিনের সেরা