kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

সংক্ষিপ্ত

নিষেধাজ্ঞায় কাজ হবে না

যুক্তরাষ্ট্রকে রাশিয়া

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ ও হ্যাকিংয়ের অভিযোগে গতকাল বৃহস্পতিবারই রাশিয়ার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়ার কথা। তবে নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করে রাশিয়াকে আলোচনায় বসিয়ে কোনো কিছু আদায় করা যাবে না বলে হুঁশিয়ার দিয়েছে রাশিয়া। বিভিন্ন সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ৩০টির বেশি রুশ প্রতিষ্ঠান এই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ১০ জনের বেশি রুশ কূটনীতিককে বহিষ্কার করা হচ্ছে। মার্কিন সেনাদের হত্যার জন্য আফগান বাহিনীকে অর্থ দেওয়ার প্রস্তাবের অভিযোগে ক্রেমলিনের কূটনীতিকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সীমান্ত এলাকায় রাশিয়ার সেনা সমাবেশের ঘটনাসহ কয়েকটি ইস্যুতে কয়েক মাস ধরে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়ছে। এর মধ্যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন এবং ‘নিরপেক্ষ অবস্থান থেকে’ আলোচনায় বসার আহ্বান জানান। সে প্রসঙ্গ টেনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, নিষেধাজ্ঞা দিয়ে বাইডেন-পুতিন আলোচনা থেকে কোনো ফল পাওয়া যাবে না। তিনি বলেন, ‘বিষয়টা স্পষ্ট যে নিষেধাজ্ঞার মতো যেসব বিষয় নিয়ে এখন আলোচনা চলছে, এটা বাইডেন-পুতিনের আলোচনায় কোনো সহায়তা করবে না। যাই হোক, তাঁদের সাক্ষাতের বিষয়টি সামনে এগোবে কি না, তা দুজনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানায়, বুধবার রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে ক্রেমলিনে ডেকে পাঠানো হয়। তাঁকে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্ক ঠিক করতে চাইলে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া থেকে মার্কিন প্রশাসনের বিরত থাকা উচিত।

সূত্র : এএফপি।সাতদিনের সেরা