kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

চীনের খনিতে আটকা ২১ জনকে উদ্ধারের চেষ্টা

কালের কণ্ঠ ডেস্ক   

১২ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচীনের এক কয়লাখনিতে আটকা পড়া ২১ শ্রমিককে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দল। গত শনিবার সন্ধ্যায় চীনের শিনচিয়াং প্রদেশের হুতুবি কাউন্টির ওই খনিতে প্লাবন দেখা দিলে তাঁরা আটকা পড়েন। গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর খনিটির একটি অংশ প্লাবিত হলে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন ওই খনিটিতে ২৯ শ্রমিক কাজ করছিলেন বলে জানায় দেশটির সংবাদ সংস্থা সিনহুয়া। প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায়, আটজনকে উদ্ধার করা হয়েছে। তা ছাড়া এর মধ্যে উদ্ধারকারীরা আরো ২০ জনের অবস্থান শনাক্ত করতে পেরেছেন। এর মধ্যে ১২ জনের অবস্থান তিন হাজার ৯০০ ফুট নিচে প্রথম প্ল্যাটফর্মে এবং আটজন অবস্থান করছেন দ্বিতীয় প্ল্যাটফর্মে। তবে অবশিষ্ট একজনের অবস্থান এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূগর্ভস্থ পথটি উদ্ধার কার্যক্রমকে আরো জটিল করে দিচ্ছে। পথ পরিষ্কারের জন্য এরই মধ্যে উদ্ধারকারীরা পাম্প বসিয়েছেন। বিশ্বের যেকোনো দেশের তুলনায় চীনের খনিগুলোয় দুর্ঘটনার মাত্রা সবচেয়ে বেশি। গত জানুয়ারিতে দেশটির শ্যানডং প্রদেশের একটি সোনার খনিতে বিস্ফোরণে ২২ শ্রমিক আটকা পড়েছিলেন। এর মধ্যে ১০ জন শ্রমিক নিহত হন এবং একজন এখনো নিখোঁজ। তার আগে ডিসেম্বরে চংকিং শহরের কাছে আরেকটি খনিতে আটকা পড়ে ২৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। সূত্র : এএফপি, রয়টার্স।