kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগে তিন সৌদি সেনার মৃত্যুদণ্ড

কালের কণ্ঠ ডেস্ক   

১১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘গুরুতর বিশ্বাসঘাতকতা’ ও ‘শত্রুদের সহযোগিতা’ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। গতকাল শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, একটি বিশেষ আদালতে ন্যায়বিচারের ভিত্তিতে তাঁদের ?মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। তবে ওই সেনারা কোন ‘শত্রুদের’ সহযোগিতা করেছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি আরব কর্তৃপক্ষ। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সৌদি আরবের দক্ষিণে ইয়েমেন সীমান্তবর্তী একটি প্রদেশে ওই তিন সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে ২০২০ সালে ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বনিম্ন। হিউম্যান রাইটস কমিশনের তথ্য মতে, ২০১৯ সালে সৌদি আরবে ১৮৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সৌদি আরব ছয় বছরের বেশি সময় ধরে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। সূত্র : এএফপি।