kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

ইন্দোনেশিয়ায় আবার ভূমিকম্প

কালের কণ্ঠ ডেস্ক   

১১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেইন্দোনেশিয়ায় আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। গতকাল শনিবার দেশটির জাভা দ্বীপে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান জানায়, এ ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই। ভূমিকম্পটির উৎপত্তি পূর্ব জাভার মালাং শহরের ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ৮২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কাঁপিয়ে দিয়েছে পুরো মালাং শহরকে। মালাংয়ের এক বাসিন্দা ইদা মাগফিরোহ বলেন, ‘ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল। সেটি বেশ কিছু সময় স্থায়ী ছিল। সব কিছুই যেন দুলছিল।’ ইন্দোনেশিয়া একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। প্রায়ই দেশটিতে বিভিন্ন মাত্রার ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত দেখা দেয়। মূলত প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’খ্যাত টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষের কারণেই এ অঞ্চলটি এত ভূমিকম্পপ্রবণ। ২০১৮ সালের ৭.৫ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে সুলাওয়াসি দ্বীপে প্রায় চার হাজার ৩০০ জন নিহত ও নিখোঁজ ছিল। এর আগে ২০০৪ সালের ২৬ ডিসেম্বরে ৯.১ মাত্রার ভূমিকম্পে সুমাত্রায় ভয়াবহ সুনামি দেখা দেয়। সুনামিতে ওই অঞ্চলেই দুই লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছিল। এর মধ্যে ইন্দোনেশিয়ার অন্যান্য অঞ্চলে নিহত হয়েছিল এক লাখ ৭০ হাজার মানুষ। এটি ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। সূত্র : এএফপি।