kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

ফক্স নিউজে পম্পেও

কালের কণ্ঠ ডেস্ক   

১১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফক্স নিউজে পম্পেও

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন শেষে এবার নতুন পরিচয়ে বিশ্ববাসীর সামনে হাজির হতে চলেছেন মাইক পম্পেও। যুক্তরাষ্ট্রে রক্ষণশীল গোষ্ঠীর কাছে তুমুল জনপ্রিয় গণমাধ্যম ফক্স নিউজে কন্ট্রিবিউটর হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি। ফক্স নিউজ নেটওয়ার্কের গত বৃহস্পতিবারের এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করা হয়। পম্পেও ছাড়াও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প প্রশাসনে কাজ করা অনেকেই মিডিয়া মোগল রুপার্ট মারডক নিয়ন্ত্রণাধীন এ নেটওয়ার্কে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে আছেস হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকএনানি ও ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো। ফক্স জানিয়েছে, পম্পেও তাদের বিজনেস নেটওয়ার্কসহ ফক্স নিউজের সব প্ল্যাটফর্মেই বিশ্লেষণ ও পর্যালোচনায় ভূমিকা রাখবেন। শুক্রবার ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে সাবেক এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো নতুন পরিচয়ে হাজির হতে চলেছেন বলে জানা গেছে। এক বিবৃতিতে পম্পেও নিজেই জানান, সাবেক কূটনীতিক ও কংগ্রেস সদস্য হিসেবে এবং ফক্স নিউজ মিডিয়ায় নতুন ভূমিকায় হাজির হয়ে তিনি দর্শকের সামনে ভূ-রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং আমেরিকা ফার্স্ট নীতি সম্পর্কে বাস্তবমুখী, যুক্তিসংগত উপস্থাপনা তুলে ধরবেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর জাতীয়তাবাদী আমেরিকা ফার্স্ট নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ট্রাম্পের ওই নীতি আমেরিকার অগ্রগতি ও নিরাপত্তাকে অপ্রত্যাশিতভাবে এগিয়ে নিতে সাহায্য করেছে। রক্ষণশীল ঘরানার ফক্স নিউজে যোগ দিয়ে ওই নীতিকে আরো এগিয়ে নিতে চান পম্পেও। সাবেক এ শীর্ষ মার্কিন কূটনীতিকের সঙ্গে ফক্স নিউজের চুক্তির বিস্তারিত অবশ্য আপাতত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পম্পেওর জন্য চুক্তি অর্থের অঙ্কটা বেশ বড়ই হবে। বলা দরকার, ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও একসময় ফক্স নিউজের কন্ট্রিবিউটর ছিলেন। সে সময় তিনি পাঁচ লাখ ৬০ হাজার ৪২৩ ডলার আয় করেছিলেন। সূত্র: রয়টার্স।