kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

প্রাচীন নগরীর সন্ধান

কালের কণ্ঠ ডেস্ক   

১০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রাচীন নগরীর সন্ধান

মিসরের দক্ষিণাংশে লুক্সরে বালুর নিচে হারিয়ে যাওয়া তিন হাজার ৪০০ বছরের বেশি সময়ের প্রাচীন শহরের সন্ধান পাওয়া গেছে। মিসরের আর্কিওলজিক্যাল মিশনের প্রধান জাহিহাওয়াজ গত বৃহস্পতিবার এ কথা জানান। আলবালাদ পত্রিকার রিপোর্টে এ কথা জানানো হয়। মিসরবিষয়ক প্রধান পুরাতত্ত্ববিদ হাওয়াজ জানান, ১৮তম ডাইনেস্টির (প্রায় ১৩৮৮-১৩৫১ খ্রিস্টপূর্ব) তৃতীয় আমিনহোটেপের শাসনকালে এই শহর তৈরি করা হয়েছিল। রাজা তুতেনখামেনের (১৩৩২-১৩২৩ খ্রিস্টপূর্ব) মমি আবিষ্কারের পর কয়েক দশকের চেষ্টায় এই শহর আবিষ্কৃত হলো। হাওয়াজ জানান, এই নগরীকে বলা হতো অ্যাসেনসিওন অব অ্যাটন এবং এটি নীলনদের পশ্চিম তীরে লুক্সরে মিসর সম্রাটের প্রধান প্রশাসনিক ও শিল্প অবকাঠামো ছিল। নগরী বিভিন্ন সড়কে বিভক্ত ছিল, ভবনগুলোর উচ্চতা ছিল তিন মিটার। পুরাতত্ত্ব মিশন প্রধান জানান, ২০২০ সালের সেপ্টেম্বরে এখানে খননকাজ শুরু হয় এবং সেখানে তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়েছিল। সূত্র : গার্ডিয়ান।