kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

ব্রাজিলে এক দিনে প্রাণহানি চার হাজার ছাড়াল

কালের কণ্ঠ ডেস্ক   

৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেব্রাজিলে এক দিনে প্রাণহানি চার হাজার ছাড়াল

করোনা সংক্রমণের নিরিখে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে এক দিনে সর্বাধিক চার হাজারেরও বেশি মানুষের প্রাণহানি নথিবদ্ধ হয়েছে। পরিস্থিতি এতই নাজুক হয়েছে যে হাসপাতালে রোগীর জায়গা মিলছে না। কোথাও কোথাও ভেঙে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা।

লাতিন আমেরিকার দেশটিতে মঙ্গলবার ৪১৯৫ মৃত্যুর ঘটনা ঘটলেও লকডাউনের মতো বিধি-নিষেধ আরোপে রাজি হননি প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। ব্রাজিলে এখন পর্যন্ত তিন লাখ ৩৭ হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনা। সেই হিসাবে করোনাজনিত মৃত্যুতে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রের পরই বোলসোনারোর দেশের অবস্থান।

ব্রাজিলের প্রেসিডেন্ট মনে করেন, করোনার কারণে যতটা ক্ষয়ক্ষতি হবে তার চেয়ে লকডাউনের কারণে অর্থনীতির বেশি ক্ষতি হবে।

গত মঙ্গলবার নিজের বাসভবনের বাইরে সমর্থকদের সঙ্গে আলাপকালে বোলসোনারো কোয়ারেন্টিনের সমালোচনা করে বলেন, এর মাধ্যমে মানুষের মধ্যে বিষণ্নতা তৈরি হবে এবং মানুষ ঘরে থাকতে থাকতে শরীরে মেদ জমবে, বেকারত্ব বাড়বে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে মৃত্যুর যে রেকর্ড ছিল, খুব দ্রুতই সেটি ছাড়িয়ে যাবে ব্রাজিল।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মারা গেছে পাঁচ লাখ ৫৬ হাজার ৫০৯ জন। আর ব্রাজিলে করোনায় মারা গেছে তিন লাখ ৩৬ হাজার ৯৪৭ জন।

ভারতে সর্বোচ্চ শনাক্ত : ভারতে গত ২৪ ঘন্টায় রেকর্ড এক লাখ ১৫ হাজার ৭৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৮ লাখ এক হাজার ৭৮৫ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এ কথা জানায়।

‘যুক্তরাষ্ট্রে ১৯ এপ্রিলের মধ্যে সবার জন্য টিকা উন্মুক্ত’ : আগামী ১৯ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের সব প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য টিকা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাজ্যে মডার্নার টিকার প্রয়োগ শুরু : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে বিতর্কের মধ্যে যুক্তরাজ্যে করোনার তৃতীয় টিকা হিসেবে মডার্নার প্রতিষেধকের প্রয়োগ শুরু হলো। সূত্র : বিবিসি, এএফপি, ভয়েস অব আমেরিকা।

মন্তব্যসাতদিনের সেরা