kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

জিল বাইডেনের এপ্রিল ফুল

কালের কণ্ঠ ডেস্ক   

৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজিল বাইডেনের এপ্রিল ফুল

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন এক দারুণ চমক দেখিয়েছেন। এপ্রিল ফুল ডেতে অর্থাৎ গত বৃহস্পতিবার ছদ্মবেশে সবাইকে বোকা বানিয়েছেন তিনি। ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটনে ফেরার পথে বিমানবালা সেজে ড. জিল বিমানে থাকা সাংবাদিক, গোয়েন্দা ও কর্মচারীদের সবাইকে আইসক্রিম খাইয়েছেন। এ সময় তিনি মাথায় খাটো করে ছাঁটা কালো পরচুলা, মুখে কালো মাস্ক ও জেসমিন নামের একটি ট্যাগ লাগানো পোশাকে ছিলেন। আইসক্রিম খাওয়াতে শুরু করার পাঁচ মিনিট পর পরচুলা খুলে তিনি সবার সামনে এসে ‘এপ্রিল ফুলস’ বলে টিপ্পনী কাটেন। তবে বিমানে যাতায়াতের সময় সহযাত্রীদের বোকা বানানোর ঘটনা জিলের জন্য এটাই প্রথম নয়। এর আগে স্বামী জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালে জিল একবার ছদ্মবেশ নিয়েছিলেন বলে জানায় মার্কিন গণমাধ্যমগুলো। এয়ার ফোর্স টু বিমানের মাথার ওপরের কম্পার্টমেন্টে লুকিয়ে ছিলেন তিনি। প্রথম যে ব্যক্তি সেটা খুলতে আসেন তাঁকে তিনি ভয় পাইয়ে দেন। গত বৃহস্পতিবারের ঘটনা নিয়ে করা এক প্রতিবেদনে জানা যায়, সাংবাদিকরা ‘একেবারেই বোকা বনে গেছেন’। আর ফার্স্ট লেডির কর্মচারীরা পর্যন্ত তাঁকে চিনতে পারেননি। প্রতিবেদনে বলা হয়, ফার্স্ট লেডির দেওয়া চকোলেট মোড়ানো ভ্যানিলা আইসক্রিমগুলো মজাদার ছিল। সূত্র : এএফপি।সাতদিনের সেরা