kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

সংক্ষিপ্ত

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫১

কালের কণ্ঠ ডেস্ক   

৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতাইওয়ানে গতকাল শুক্রবার ট্রেন দুর্ঘটনায় অন্তত ৫১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণকাজে ব্যবহৃত একটি ট্রাক ঠিকভাবে পার্ক না করায় সেটি পিছলে যায় এবং ট্রেনটি সুড়ঙ্গে প্রবেশের সময় ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়ে দুর্ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি রাজধানী তাইপে থেকে দক্ষিণ-পূর্ব উপকূলের তাইতং শহরে যাচ্ছিল। ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিল। তাদের বেশির ভাগই চার দিনের সাধারণ ছুটি উপলক্ষে ভ্রমণে বের হয়েছিল। স্থানীয় সময় গতকাল সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাইওয়ানের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যাত্রীবোঝাই ট্রেনটিতে অনেকে দাঁড়িয়ে ছিল। প্রাণে বেঁচে যাওয়া এক নারী যাত্রী স্থানীয় টেলিভিশনকে বলেন, দুর্ঘটনায় যাত্রীরা ছিটকে যায়। একজন আরেকজনের ওপর গিয়ে পড়ে। সেই দৃশ্য ছিল ভয়াবহ। দুর্ঘটনায় ট্রেনের চালকও নিহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় ১৫০ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো প্রায় ২০০ জন আটকা পড়ে আছেন বলে জানা গেছে। আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে জোর তৎপরতা চলছে। দুর্ঘটনার পর তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এক বিবৃতিতে বলেন, ভেতরে আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাইওয়ানে গত চার দশকের মধ্যে গতকালের ট্রেন দুর্ঘটনাকে সবচেয়ে ভয়াবহ অ্যাখ্যা দিচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো। ২০১৮ সালে দেশটিতে এক ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছিল ১৮ জন। আর ১৯৯১ সালের দুর্ঘটনায় নিহত হয়েছিল ৩০ জন। সূত্র : এএফপি।সাতদিনের সেরা