kalerkantho

শনিবার । ২৭ চৈত্র ১৪২৭। ১০ এপ্রিল ২০২১। ২৬ শাবান ১৪৪২

সংক্ষিপ্ত

শ্রীলঙ্কায় ‘ব্ল্যাক সানডে’ পালিত

কালের কণ্ঠ ডেস্ক   

৮ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশ্রীলঙ্কায় ২০১৯ সালের আত্মঘাতী বোমা হামলায় হতাহতের ঘটনার বিচারের দাবিতে গতকাল রবিবার ‘ব্ল্যাক সানডে’ পালন করেছে ক্যাথলিকরা। ক্যাথলিক বিশপস কনফারেন্স শীর্ষক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। ২০১৯ সালের ২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে পালনের দিন শ্রীলঙ্কার তিনটি গির্জা ও বেশ কয়েকটি বিলাসবহুল হোটেলে সিরিজ বোমা হামলা হয়। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিসংশ্লিষ্ট স্থানীয় কট্টরপন্থী গোষ্ঠী ন্যাশনাল তাওহিদি জামায়াতের (এনটিজে) ৯ সদস্যের আত্মঘাতী বোমা হামলায় সেদিন ২৫৮ জন নিহত হয়েছিল। এর মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক ছিল। সেদিনের হামলায় আহত হয়েছিল পাঁচ শতাধিক মানুষ। ওই ঘটনার তদন্তে গঠিত বিশেষ প্যানেলের গত মাসের প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা, সাবেক প্রতিরক্ষাসচিব, সাবেক আইজিপি ও গোয়েন্দা প্রধানরা আগেভাগেই ঘটনার আঁচ পেয়েছিলেন। আগে থেকে গোয়েন্দা তথ্য পেয়েও হুমকির বিষয়টি অবহেলা করার অভিযোগ এনে তাঁদের শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। গতকালের কর্মসূচি পালনকালে কলম্বোর আর্চ বিশপ ম্যালকম রানিথ বলেন, ‘ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় আনার জন্য সরকারকে ২১ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হলো। আমরা আমাদের ভাই-বোনদের হত্যার বিচার চাই। আমরা ঘটনার মূল পরিকল্পনাকারীদেরও শাস্তি চাই। সেই সঙ্গে যারা ঘটনা আঁচ করতে পেরেও হামলাকারীদের বাধা দেয়নি তাদেরও শাস্তির দাবি করছি।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য