kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

সংক্ষিপ্ত

ইরাকি খ্রিস্টানদের নিরাপত্তার দাবি জানালেন পোপ

আল-সিস্তানির সঙ্গে বৈঠক

কালের কণ্ঠ ডেস্ক   

৭ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইরাকি খ্রিস্টানদের নিরাপত্তার দাবি জানালেন পোপ

করোনাভাইরাস সংক্রমণ ও নিরাপত্তাঝুঁকির মধ্যেই ইরাকে সফররত পোপ ফ্রান্সিস সে দেশে খ্রিস্টানদের নিরাপত্তার বিষয়টি আলোচনায় এনেছেন। তাঁর উদ্বেগের পরিপ্রেক্ষিতে ইরাকের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল-সিস্তানি বলেন, ইরাকি খ্রিস্টানদের শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার থাকা উচিত। ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ ধর্মীয় নেতা ৮৪ বছর বয়সী পোপ ফ্রান্সিসের চার দিনব্যাপী ইরাক সফরের দ্বিতীয় দিন গতকাল শনিবার সিস্তানির বৈঠক হয়। নাজাফ শহরে আল-সিস্তানির বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে এসব আন্ত ধর্মীয় আলোচনা হয়। এই নাজাফ শহরেই ইসালামী খিলাফতের চতুর্থ খলিফা হযরত আলী (রা.)-এর কবর। ইরাকি শিয়াদের ৯০ বছর বয়সী নেতা আল-সিস্তানি গতকাল পোপকে আশ্বস্ত করে জানান, অন্য ইরাকিদের মতো স্থানীয় খ্রিস্টানরা যাতে শান্তি ও নিরাপত্তার মধ্যে তাদের পূর্ণ সাংবিধানিক অধিকার নিয়ে বাস করতে পারে, সে বিষয়ে তাঁর নজর রয়েছে। বর্তমানে ইরাকের উত্তরাঞ্চলে প্রায় আড়াই লাখ খ্রিস্টানের বাস। কয়েক বছরে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী (আইএস) ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর কারণে খ্রিস্টানরা নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সূত্র : এএফপি।

মন্তব্য