তিনটি শক্তিশালী ভূমিকম্প নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে অনুভূত হওয়ার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে লোকজনকে সরিয়ে নেওয়ার পর সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ন্যাশনাল ইমার্জেন্সি এজেন্সি সুনামি সতর্কতা জারি করে। এর মধ্যে উপকূল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে কয়েকটি শহরে শত শত লোক হুড়াহুড়ি করে উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করলে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। শেষ পর্যন্ত স্থানীয় সময় গতকাল শুক্রবার দুপুরের পর স্থানীয় কর্তৃপক্ষ জানায় বড় ঢেউগুলো অতিক্রম করে গেছে। অধিবাসীদের বলা হয়েছে, তারা চাইলে এখন ঘরে ফিরতে পারে। হাওয়াইভিত্তিক প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, ‘সুনামি ঢেউ পর্যবেক্ষণ করা হয়েছে কিন্তু এখন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আশা করি, সবাই ঠিক আছে।’
সূত্র : বিবিসি।
মন্তব্য