kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

আফগানিস্তানে নারী চিকিৎসককে হত্যা

কালের কণ্ঠ ডেস্ক   

৫ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআফগানিস্তানে তিন নারী গণমাধ্যমকর্মী হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় এক নারী চিকিৎসককে বোমা হামলা চালিয়ে মেরে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পূর্ব আফগানিস্তানের জালালাবাদে এ ঘটনা ঘটে বলে জানায় সেখানকার কর্তৃপক্ষ।

গতকালের হামলা সম্পর্কে প্রাদেশিক গভর্নরের দপ্তর থেকে জানানো হয়, ওই নারী চিকিৎসক যে রিকশায় চড়েছিলেন, তাতে ম্যাগনেটিক বিস্ফোরক লাগানো ছিল। সেটি বিস্ফোরিত হলে ওই নারী মারা যান এবং এক শিশুও এই ঘটনায় আহত হয়। এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এ ঘটনার দুই দিন আগে গত মঙ্গলবার স্থানীয় এনিকাস টিভির তিন নারীকর্মীকে গুলি করে মেরে ফেলে আইএসের (ইসলামিক স্টেট) স্থানীয় এক সহযোগী গোষ্ঠী। ওই গোষ্ঠী জানায়, ওই তিন সাংবাদিক আফগান সরকারের প্রতি অনুগত গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করছিলেন। তাই তাঁদের হত্যা করা হয়েছে।

আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র এসব হত্যাকাণ্ডের জন্য তালেবানকেই দায়ী করছে। সূত্র : এএফপি।

মন্তব্য