kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

শিশুদের ক্যান্সার চিকিৎসায় বিরূপ প্রভাব ফেলেছে মহামারি

কালের কণ্ঠ ডেস্ক   

৫ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস মহামারি শিশুদের ক্যান্সার চিকিৎসার ওপর বিরূপ প্রভাব ফেলেছে। চিকিৎসা ব্যয় ও শয্যা সংকটের পাশাপাশি রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার অভাব দেখা দিয়েছে।

বিশ্বের ৭৯টি দেশের ২০০ হাসপাতালের তথ্যের ভিত্তিতে পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। গত বৃহস্পতিবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।

মহামারির কারণে শিশুদের ক্যান্সার চিকিৎসার ওপর কেমন প্রভাব পড়েছে, গবেষণা প্রতিবেদনে সেটার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, মহামারির সময়ে শিশুদের ক্যান্সার চিকিৎসাসেবা ৭৮ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় রোগী শনাক্তের হার ৪৩ শতাংশ কমে গেছে। ৩৪ শতাংশ রোগী চিকিৎসা নেওয়া বন্ধ করে দিয়েছে। এ ছাড়া ৭ শতাংশ হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এস টি জুড চিলড্রেন রিসার্চ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড্যানিয়েল মোরেইয়া বলেন, ‘নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর হাসপাতালে মহামারির আগেও চিকিৎসা সরঞ্জাম অপ্রতুল ছিল এবং চিকিৎসার সুযোগও কম ছিল।’  সূত্র : এএফপি।

মন্তব্য