kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

দেশি কম্পানির টিকা নিলেন মোদি

কালের কণ্ঠ ডেস্ক   

২ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারত বায়োটেকের তৈরি করোনা টিকা ‘কোভ্যাক্সিন’-এর প্রথম ডোজ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (এআইআইএমএস) গতকাল সোমবার সকালে কভিড টিকার প্রথম দফার ডোজ নিয়েছেন তিনি। টিকা নেওয়ার ছবিও তিনি পোস্ট করেছেন টুইটারে। এ সময় তিনি যোগ্য সবাইকে টিকা নেয়ারও আহ্বান জানান।

ছবি টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম এআইআইএমএসে। চিকিৎসক ও বিজ্ঞানীরা স্বল্প সময়ে কভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন, তা চমকপ্রদ। সবার কাছে টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি আমি। আসুন ভারতকে কভিড-১৯ থেকে মুক্ত করি।’

১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হচ্ছে দ্বিতীয় দফার টিকাকরণ। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

মন্তব্যসাতদিনের সেরা