করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। দেশটিতে শনাক্ত হয়েছে দুই কোটি ৮৭ লাখের বেশি করোনা রোগী। চলমান মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে বৃহৎ পরিসরে টিকাদান কর্মসূচি চলছে। এতে সংক্রমণ বেশ কমে এসেছে।
বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ ১১ হাজার ১৩৩ জনের প্রাণ কেড়েছে করোনা। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দুই কোটি ৮৭ লাখ ৬৫ হাজার ৪২৩। আর সুস্থ হয়ে উঠেছে এক কোটি ৯০ লাখের কাছাকাছি। করোনা প্রতিরোধে মার্কিন ফাইজার-বায়োএনটেক, মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি তিনটি টিকা দেওয়া হচ্ছে দেশটির নাগরিকদের। এরই মধ্যে সাড়ে পাঁচ কোটিরও বেশি মানুষ টিকা পেয়েছে। সূত্র : এএফপি।
মন্তব্য