kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

গালওয়ানকাণ্ড

পাঁচ সেনা নিহতের কথা স্বীকার করল চীন

কালের কণ্ঠ ডেস্ক   

২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিতর্কিত গালওয়ান সীমান্তে গত বছর চীন-ভারত সংঘর্ষে নিজেদের পাঁচ সেনার প্রাণহানির কথা অবশেষে স্বীকার করেছে বেইজিং। ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে দেশটির পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওই পাঁচ কর্মকর্তা নিহত হন বলে জানায় চীন। সংখ্যার হিসাব ভারত বা অন্য আন্তর্জাতিক সংবাদ সংস্থার সঙ্গে না মিললেও এই প্রথম চীন তাদের সেনাবাহিনীর প্রাণহানির কথা স্বীকার করল। দীর্ঘ টানাপড়েনের পর সম্প্রতি লাদাখে প্যাংগং হ্রদের তীর থেকে সেনা সরাতে শুরু করেছে চীন। এর মধ্যেই চীনা বাহিনীর সংবাদপত্র ‘পিএলএ ডেইলি’র একটি রিপোর্ট সামনে আনে চীন সরকারের মুখপত্র ‘গ্লোবাল টাইমস’। প্রতিবেদনে বলা হয়, দেশটির সেন্ট্রাল মিলিটারি কমিশন (সিএমসি) জানিয়েছে, ২০২০ সালের জুনে গালওয়ানে ভারতের সঙ্গে সংঘর্ষে ওই পাঁচ সেনার মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজনকে সীমান্ত সুরক্ষায় অবদানের জন্য বিশেষ মরণোত্তর সম্মাননা দিয়েছে দেশটি। বাকিদেরও প্রথম শ্রেণির জোয়ান হিসেবে মরণোত্তর সম্মান জানানো হয়। সূত্র : আনন্দবাজার পত্রিকা।