kalerkantho

বুধবার । ১৮ ফাল্গুন ১৪২৭। ৩ মার্চ ২০২১। ১৮ রজব ১৪৪২

সংক্ষিপ্ত

ফিলিস্তিনে ফের চালু হচ্ছে মার্কিন সহায়তা

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক কার্যত বন্ধ ছিল। এবার সেই সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি ফিলিস্তিনে মার্কিন সহায়তা বন্ধের যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছিলেন, সেটিও বাতিল করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। গত মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত দূত রিচার্ড মিলস। তিনি জানান, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার বিরোধ মেটাতে ‘দ্বিরাষ্ট্রীয়’ সমাধানেই প্রাধান্য দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ইসরায়েল যে সমর্থন পেত, বাইডেনের আমলে তা অনেকটাই কমে যাবে।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

মন্তব্যসাতদিনের সেরা