প্রকাশ্য ভোটে সিনেট নির্বাচন করার জন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। শিগগিরই পার্লামেন্টে এসংক্রান্ত বিল উত্থাপন করা হবে। বৈঠক শেষে দেশটির তথ্যমন্ত্রী শিবলি ফারাজ গণমাধ্যমকে বলেন, ‘সরকার চায় সিনেট নির্বাচন যেন স্বচ্ছ প্রক্রিয়া মেনে হয় এবং কোনো ধরনের ঘোড়া কেনাবেচার (সাংসদ কেনাবেচা) না ঘটে। এ জন্যই আমরা চাই, ভোটগ্রহণ যেন প্রকাশ্যে হয়। সংবিধান সংশোধনের একটি বিল তাই সরকার পার্লামেন্টে উপস্থাপন করবে।’ আগামী মাসের প্রথম ১৫ দিনের মধ্যে পাকিস্তানে সিনেট নির্বাচন হওয়ার কথা রয়েছে। সূত্র : এএফপি।
মন্তব্য