ভারতের প্রজাতন্ত্র দিবসে আয়োজিত ট্রাক্টর মিছিলের সূত্র ধরে রাজধানী নয়াদিল্লিতে সংঘর্ষ ও সহিংসতার পর দুটি কৃষক সংগঠন আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ট্রাক্টর মিছিল করে কৃষকরা রাজধানীতে ঢুকলে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়।
সংঘর্ষে পুলিশের তিন শতাধিক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ২২টি মামলা করেছে দিল্লি পুলিশ। সহিংসতার ঘটনায় পুলিশের করা মামলায় বেশ কিছু কৃষক নেতাকে আসামি করা হয়েছে। এই সহিংসতার ঘটনায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজও চলছে। সংঘর্ষে কৃষকরাও আহত হয়েছেন, তবে সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। পুলিশ জানায়, সংঘর্ষের মধ্যে গতকাল আটটি বাস ও ১৭টি ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
মন্তব্য