যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে জ্যানেট ইয়েলেনের নিয়োগ নিশ্চিত করেছে কংগ্রেস। গত সোমবার সিনেটের ভোটাভুটিতে তাঁর অর্থমন্ত্রিত্ব নিশ্চিত হয়। ১০০ সদস্যের সিনেটে সোমবার ৮৪-১৫ ভোটে ইয়েলেনের নিয়োগ নিশ্চিত হয়। তাঁর পক্ষে এদিন ৩৪ রিপাবলিকান সিনেটর ভোট দেন। তাঁদের অনেকেই দেশের প্রথম নারী অর্থমন্ত্রীকে সহযোগিতা করার আগ্রহ দেখান।
সিনেটের মাধ্যমে ইয়েলেনের নিয়োগ নিশ্চিত হলেও তিনি কখন শপথ নেবেন, তা হোয়াইট হাউস তাৎক্ষণিক জানায়নি। ইয়েলেন ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের দায়িত্ব পালন করেছেন। তাঁর অর্থমন্ত্রিত্বসংক্রান্ত ভোটাভুটির আগে উচ্চকক্ষের অর্থসংক্রান্ত কমিটির রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যদের সমর্থন পান তিনি। সূত্র : এএফপি।
মন্তব্য