kalerkantho

শুক্রবার । ১৩ ফাল্গুন ১৪২৭। ২৬ ফেব্রুয়ারি ২০২১। ১৩ রজব ১৪৪২

করোনায় ধনীরা আরো ধনী হয়েছে : অক্সফাম

কালের কণ্ঠ ডেস্ক   

২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে ভয়াবহ অর্থনৈতিক অসমতা দেখা দিয়েছে। সেই প্রভাব পড়েছে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নত জীবনের সহজলভ্যতার ওপর। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তারা বলছে, এই অসমতা তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী এবং যারা চরম দারিদ্র্যের মধ্যে বাস করে তাদের মধ্যে।

‘অসম ভাইরাস’ শিরোনামের ওই প্রতিবেদনে ত্রুটিযুক্ত এবং শোষণমূলক অর্থনৈতিক ব্যবস্থার তীব্র সমালোচনা করা হয়। সেখানে গেঁথে বসা বৈষম্য ও নিপীড়ন, পুরুষতন্ত্র, কাঠামোগত বর্ণবাদ এবং সাদা আধিপত্যে বদ্ধমূলতাকেই অবিচার ও দারিদ্র্যের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ওই রিপোর্টে উঠে এসেছে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাপী বিলিয়নেয়ারদের সম্পদ ৩.৯ ট্রিলিয়ন বৃদ্ধি পেয়েছে। বিশ্বের সেরা ১০ বিলিয়নেয়ারের সম্পদ ৫৪০ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে এই সময়ে। মহামারির এই সময়ে দেখা গেছে, কোটি কোটি মানুষ চাকরি হারিয়ে চরম দারিদ্র্য ও ক্ষুধার শিকার হয়েছে। দারিদ্র্যসীমার নিচে বসবাসরত মানুষের সংখ্যা ২০০ মিলিয়ন থেকে বেড়ে ৫০০ মিলিয়ন হয়েছে। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা