kalerkantho

সোমবার । ২৩ ফাল্গুন ১৪২৭। ৮ মার্চ ২০২১। ২৩ রজব ১৪৪২

অভিষেকে মুগ্ধতা ছড়াল আমান্ডার কবিতা

কালের কণ্ঠ ডেস্ক   

২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্টদের অভিষেকে আমন্ত্রিত কবিদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ, তিনি আমান্ডা গোরম্যান। ২২ বছর বয়সী এ কৃষ্ণাঙ্গ কবি গত বুধবার জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ‘ঐক্য ও একতার’ ডাক দিয়ে প্রশংসার সাগরে ভাসছেন। আমান্ডা এদিন স্বরচিত ‘দ্য হিল উই ক্লাইম্ব’ কবিতাটি আবৃত্তি করেন। তাঁর কবিতায় উঠে এসেছে গণতন্ত্রের বিভিন্ন বিষয়। সম্প্রতি ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার কথাও উঠে আসে কবিতায়। আমান্ডার কবিতার প্রশংসায় টুইট করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, আরেক সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন, মার্কিন উপস্থাপক ও অভিনেত্রী অপরাহ উইনফ্রেসহ আরো অনেকে। আমান্ডা জানান, যখন তাঁকে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে  আমন্ত্রণ জানানো হয়, তখন তিনি ‘খুশিতে চিৎকার করে উঠেছিলেন’। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা