kalerkantho

শুক্রবার । ১৩ ফাল্গুন ১৪২৭। ২৬ ফেব্রুয়ারি ২০২১। ১৩ রজব ১৪৪২

সংক্ষিপ্ত

হোয়াইট হাউসে শেষবেলায় বাগদান ট্রাম্পকন্যার

কালের কণ্ঠ ডেস্ক   

২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহোয়াইট হাউসে শেষবেলায় বাগদান ট্রাম্পকন্যার

হোয়াইট হাউসে বাবা ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের অন্তিমলগ্নে মঙ্গলবার কনিষ্ঠ কন্যা টিফানি ট্রাম্প ঘোষণা করলেন, তিনি বাগদত্তা। বয়ফ্রেন্ডের নাম মিশেল বোলোস। এই খবর জানিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেছেন টিফানি। পরে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর প্রেমিক মিশেলও। নিজের ইনস্টাগ্রাম পোস্টে টিফানি জুড়ে দিয়েছেন হোয়াইট হাউসের বারান্দায় বয়ফ্রেন্ড মিশেলের সঙ্গে তোলা তাঁর ছবিও।

ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মারলা মেপল?সের একমাত্র সন্তান ২৭ বছর বয়সী টিফানি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে বাগদত্তা হওয়ার খবর দিয়ে লিখেছেন, ‘হোয়াইট হাউসে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। পরিবারের সঙ্গে রয়েছে অনেক না ভোলার মতো স্মৃতি। তবে তার কোনোটাই মিশেলের মতো রোমাঞ্চকর প্রেমিকের সঙ্গে আমার এনগেজমেন্টের চেয়ে বেশি স্পেশাল ঘটনা বলে মনে হয় না। জীবনের পরবর্তী অধ্যায় শুরুর জন্য উত্তেজিত বোধ করছি।’

মিশেলও পরে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমার জীবনের ভালোবাসার সঙ্গে আমি এনগেজ?ড হয়েছি।’ পরে টিফানির পোস্টে কমেন্টও করেছেন মিশেল। লিখেছেন, ‘লাভ ইউ হানি।’

টিফানি গত বছর আইনে স্নাতক হয়েছেন জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে। আর তাঁর প্রেমিক ২৩ বছর বয়সী মিশেল এক কোটিপতি নাইজেরীয় শিল্পপতির সন্তান। লাগোসে বড় হয়ে ওঠা মিশেল স্নাতক হন লন্ডনের একটি কলেজ থেকে। ২০১৮ সালে লন্ডনেই তোলা টিফানি-মিশেলের প্রথম ছবি প্রকাশিত হয়। মাইকেল গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে উপস্থিত ছিলেন। এর পর থেকে বিদায়ি প্রেসিডেন্টের নানা কর্মসূচিতেও দেখা গেছে তাঁকে। সূত্র : রয়টার্স।

মন্তব্যসাতদিনের সেরা