kalerkantho

মঙ্গলবার । ১৭ ফাল্গুন ১৪২৭। ২ মার্চ ২০২১। ১৭ রজব ১৪৪২

সুদানে সংঘর্ষে নিহত ৪৮

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুদানের পশ্চিম দারফুরে চলমান সংঘাতে গত দুই দিনে অন্তত ৪৮ জন মারা গেছে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গতকাল রবিবার এ কথা জানিয়েছে।

পশ্চিম দারফুর রাজ্যের রাজধানী এল জেনেইনায় আরব যাযাবর ও মাসালিত গোষ্ঠীর মধ্যে কয়েক দিন ধরে সহিংসতা চলছে। দুই সপ্তাহ আগেই দারফুরে জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন শান্তি রক্ষা মিশনের কার্যক্রম গুটিয়ে নেয়। এই অবস্থায় সহিংসতা শুরু হয়। তবে সংঘর্ষ শুরুর কারণ এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।

সুনা বার্তা সংস্থা দেশটির চিকিৎসক ইউনিয়নের স্থানীয় শাখার বরাত দিয়ে বলেছে, ‘শনিবার এল জেনেইনায় হামলায় নিহতের সংখ্যা ৪৮-এ পৌঁছেছে। ওই দিন সকাল থেকে চলমান এই সহিংসতায় কমপক্ষে ৯৭ জন আহত হয়েছে।’ তারা আশঙ্কা করছে, সংঘর্ষ অব্যাহত থাকলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। সুদান কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাজ্যজুড়ে কারফিউ জারি করেছে।

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা