kalerkantho

বৃহস্পতিবার । ১২ ফাল্গুন ১৪২৭। ২৫ ফেব্রুয়ারি ২০২১। ১২ রজব ১৪৪২

নারী বিচারপতির কাছেই শপথ নিচ্ছেন কমলা

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারী বিচারপতির কাছেই শপথ নিচ্ছেন কমলা

যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে আগামী বুধবার শপথ নিচ্ছেন কমলা হ্যারিস। শুধু প্রথম নারীই নন, দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হিসেবেও ইতিহাসের পাতায় ঠাঁই নিতে যাচ্ছেন তিনি। এই ঘটনাকে আরো স্মরণীয় করে রাখতে কমলা শপথও নিচ্ছেন এক নারী বিচারপতির কাছে। 

এবিসি নিউজ জানিয়েছে, বুধবারের অভিষেক অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের নারী বিচারক সোনিয়া সটোমেয়রের কাছে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ৫৬ বছর বয়সী কমলা। এই শপথের মাধ্যমে সোনিয়াও শপথ পাঠ করানো প্রথম ল্যাটিন বিচারপতি হিসেবে ইতিহাসে স্থান করে নিচ্ছেন। তবে অভিষেক অনুষ্ঠানে শপথ পাঠ করানোর ঘটনা তাঁর জন্য প্রথম নয়। ২০১৩ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনও তাঁর কাছে শপথ নেন।

এদিকে শপথ নেওয়ার জন্য যে দুটি বাইবেল কমলা বেছে নিয়েছেন, এর মধ্যে একটি সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ বিচারপতি থারগুড মার্শালের। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্যসাতদিনের সেরা