kalerkantho

বুধবার । ১৮ ফাল্গুন ১৪২৭। ৩ মার্চ ২০২১। ১৮ রজব ১৪৪২

মহামারির কারণে অভিবাসন কমেছে ৩০ শতাংশ

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনা মহামারির কারণে বৈশ্বিক অভিবাসন ৩০ শতাংশ কমে গেছে। গত শুক্রবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯-২০ সালে অভিবাসনের যে সংখ্যা অনুমান করা হয়েছিল, বাস্তব সংখ্যা ছিল তার চেয়ে ২০ লাখ কম। আর মোট অভিবাসীর মধ্যে শরণার্থী আছে ১২ শতাংশের মতো। প্রতিবেদনে বলা হয়, নিজ দেশের বাইরে বসবাস করছে—২০২০ সালে বিশ্বে এমন মানুষের সংখ্যা ছিল ২৮ কোটি ১০ লাখ। ‘আন্তর্জাতিক অভিবাসন ২০২০’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, নিবন্ধনকৃত অভিবাসীদের দুই-তৃতীয়াংশ বাস করছে মাত্র ২০টি দেশে। সবচেয়ে বেশি অভিবাসী রয়েছে যুক্তরাষ্ট্রে; পাঁচ কোটি ১০ লাখ। তালিকায় এর পরেই আছে জার্মানি। সেখানে অভিবাসীর সংখ্যা এক কোটি ৬০ লাখ। এর পরে আছে যথাক্রমে সৌদি আরব (এক কোটি ৩০ লাখ), রাশিয়া (এক কোটি ২০ লাখ) ও যুক্তরাজ্য (৯০ লাখ)। অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি আছে ভারতের নাগরিক। এই সংখ্যা এক কোটি ৮০ লাখের বেশি। ভারতের পরে আছে মেক্সিকো ও রাশিয়া (এক কোটি ১০ লাখ করে)। বিভিন্ন দেশে চীনের নাগরিক রয়েছে এক কোটির মতো; সিরিয়ার ৮০ লাখ। ২০২০ সালে সবচেয়ে বেশি অভিবাসীর প্রবেশ ঘটেছে ইউরোপে। এই সংখ্যা প্রায় আট কোটি ৭০ লাখ। প্রতিবেদনে বলা হয়, ইউরোপের এক দেশ থেকে ইউরোপের আরেক দেশে বসবাস করছে—এমন অভিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। মোট অভিবাসীর ৭০ শতাংশই ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক।

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা