হোয়াইট হাউসের বৈজ্ঞানিক উপদেষ্টার পদকে মন্ত্রীর মর্যাদায় উন্নীত করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এখন থেকে হোয়াইট হাউসের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নীতিনির্ধারণী দপ্তরের (ওএসটিপি) প্রধান এ মর্যাদা পাবেন। জিন বিশেষজ্ঞ এরিক ল্যান্ডারকে গত শুক্রবার এ পদে নিয়োগ প্রদানের ঘোষণা দেন বাইডেন। ল্যান্ডার হার্ভার্ড ও এমআইটির অধীন যুক্তরাষ্ট্রের শীর্ষ অলাভজনক জৈব চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানের বর্তমান প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা পরিচালক। এ দায়িত্ব পাওয়ার পর তিনি টুইটারে জানিয়েছেন, ‘আমি বিনীত ও উচ্ছ্বসিত। আমাদের অনেক কিছু করতে হবে এবং সবাইকে নিয়েই তা করা হবে।’ এদিকে হবু প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘বিজ্ঞান সব সময় আমাদের প্রশাসনের শীর্ষে থাকবে। এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা সব কিছুই নিশ্চিত করবে যা বিজ্ঞান, তত্ত্ব ও তথ্যের ভিত্তিতে নির্ধারিত।’ তিনি আরো বলেন, ‘মহামরি পরিসমাপ্তির জন্য এবং অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনার পাশাপাশি এতে গতি ফেরাতে তাদের বিশ্বস্ত দিকনির্দেশনা অত্যাবশ্যক।’ এখন পর্যন্ত কভিড-১৯ মহামরিতে যুক্তরাষ্ট্রে চার লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া দুই কোটি ৩০ লাখ মানুষ সংক্রমিত হয়েছে।
সূত্র : এএফপি।
মন্তব্য