সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, গত বৃহস্পতিবার রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সুং চত্বরে হওয়া এক সামরিক কুচকাওয়াজে নতুন ধরনের এ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা। নতুন এ ক্ষেপণাস্ত্রকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ অভিহিত করে কেসিএনএ। ক্ষেপণাস্ত্রগুলো আগে কখনো প্রদর্শিত হয়নি বলে নিশ্চিত করেছেন সামরিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের মাত্র কয়েক দিন আগে উত্তর কোরিয়া নতুন অস্ত্রসহ তাদের সামরিক শক্তির প্রদর্শনী করল। পিয়ংইয়ংয়ের এ কর্মকাণ্ড নতুন মার্কিন প্রশাসনের নজর কাড়ার চেষ্টা বলে মনে করেন বিশ্লেষকরা। সূত্র : এএফপি।
মন্তব্য