kalerkantho

রবিবার। ২২ ফাল্গুন ১৪২৭। ৭ মার্চ ২০২১। ২২ রজব ১৪৪২

সংক্ষিপ্ত

নারী প্রধানমন্ত্রীর অপেক্ষায় এস্তোনিয়া

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারী প্রধানমন্ত্রীর অপেক্ষায় এস্তোনিয়া

ক্ষুদ্র বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন দেশটির বিরোধীদলীয় নেত্রী কাজা কালাস। গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওই সদস্য দেশটিতে তাঁর মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। এস্তোনিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী পাওয়ার জন্য এখন শুধু পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষা। কালাস কট্টর ইউরোপন্থী রিফর্ম পার্টির নেত্রী এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিইম কালাসের মেয়ে। পার্লামেন্টের অনুমোদন পেলে কাজা কালাস সদ্য সাবেক প্রধানমন্ত্রী জুরি রাতাসের স্থলাভিষিক্ত হবেন। নিজ দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হওয়ায় ক্ষমতাসীন সেন্টার পার্টির নেতা রাতাস গত বুধবার পদত্যাগ করেন, যদিও তাঁর দাবি, তিনি এই দুর্নীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। এস্তোনিয়ার প্রেসিডেন্ট কারস্তি কালজুলেইদ এক বিবৃতিতে বলেন, ‘দেশের জনগণ ও আমি—উভয়ই আশা করছি যে এস্তোনিয়া এমন এক সক্রিয় ও উপযুক্ত সরকার পাবে, যিনি করোনা মহামারি ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় মনোযোগী হবেন।’ সূত্র: এএফপি।

মন্তব্য