বন্যা, খরা, দাবদাহসহ প্রতিকূল আবহাওয়ার কারণে সৃষ্ট নানা সমস্যায় বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ সংকটের মুখে থাকলেও দেশগুলোর সরকার এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ বলে উল্লেখ করেছে জাতিসংঘ। দেশগুলোকে সতর্ক করে দিয়ে সংস্থাটি বলেছে, জলবায়ু বিপর্যয়ের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তারা খুবই ধীর।
গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের পরিবেশ কার্যক্রমের আওতায় প্রকাশিত ‘অভিযোজন প্রতিবেদন ২০২০’-এ এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক তাপমাত্রা কমিয়ে আনার পরিকল্পনার ব্যাপারে বিশ্বের তিন-চতুর্থাংশ দেশ একমত হলেও ক্রমবর্ধমান জলবায়ু সংকট মোকাবেলায় এসব পরিকল্পনা যথেষ্ট নয়। আর এগুলো বাস্তবায়নে পর্যাপ্ত তহবিলও গড়ে উঠছে না। ইউএনইপি জানিয়েছে, জলবায়ু সংকট কাটিয়ে উঠতে দরিদ্র দেশগুলোকে প্রতিবছর মাত্র তিন হাজার কোটি মার্কিন ডলার দেওয়া হচ্ছে। অথচ এই কাজ করতে বছরে অন্তত সাত হাজার কোটি ডলারের প্রয়োজন। কিন্তু করোনাভাইরাসসহ আরো বিভিন্ন কারণে দেশগুলো জলবায়ু অভিযোজনের জন্য পর্যাপ্ত অর্থ ব্যয় করছে না।
সূত্র : দ্য গার্ডিয়ান।
মন্তব্য